সোমবার পথ দুর্ঘটনার জেরে আহত ১। ব্যপক যানজট বর্ধমান-আরামবাগ রোডে। বেলা সাড়ে ১১টা নাগাদ বাঁকুড়া মোড়ের কাছে একটি ৪০৭ গাড়ি মুখোমুখি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি দশ চাকার ট্রাকে। ঘটনায় গুরুতর আহত হন ৪০৭ গাড়ির চালক শেখ আসরফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সড়ে ১১টা নাগাদ বাঁকুড়া মোড়ের কাছে দশ চাকার ট্রাক ও ৪০৭ গাড়ির সংঘর্ষে আহত হন ৪০৭ গাড়ির চালক। তাঁকে স্থানীয় মানুষজন উদ্ধার করে পুলিশের সাহায্যে হাসপাতালে পাঠান। ঘটনার জেরে দীর্ঘ যানজটে অচল হয়ে পড়ে বর্ধমান আরামবাগ রোড। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার মানুষজন বলেন, বর্ধমান-আরামবাগ রোডের বাঁকুড়া মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়। যান নিয়ন্ত্রণে বাঁকুড়া মোড়ে সিভিক পুলিশ দেওয়া হয়েছে। তাসত্বেও প্রায়ই দুর্ঘটনা ও যানজটের মত ঘটনা ঘটছে এখানে।
Like Us On Facebook