শুক্রবার গুসকরা বাসস্ট্যাণ্ডে তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ঢঙেই এদিন সিপিএম আর বিজেপিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বীরভূম তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আউশগ্রাম, মঙ্গলকোট এবং কেতুগ্রামের মোট ১৬৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল কংগ্রেস। যদিও তিনি এদিন বলেন, বিজেপি সিপিএম কেউই প্রার্থী দিতে পারবে না। কিন্তু তিনিও চান মনোনয়নপত্র ওরা জমা দিক। কিন্তু ওরা যদি মনোনয়নপত্র জমা দেবার লোক না পায় তাহলে তাঁকে জানালে তিনিই ব্যবস্থা করে দেবেন।
বিজেপির রামনবমী সম্পর্কেও এদিন অনুব্রত মণ্ডল বলেন, গুসকরাতে ধূমধাম করেই রামনবমী পালিত হবে। দেবতা কারও একার নয়। মানুষের জন্যই দেবতা। তাতে কে কি বলল তার কিছু এসে যায় না। এদিন বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, এতদিন মহিলাদের নিয়ে কেউ ভাবেনি। তরকারি খারাপ হলে বাড়ির মেয়ে বৌদের গঞ্জনা শুনতে হয়। অথচ তাঁরাই সংসারকে ধরে রাখেন, ছেলেমেয়ে মানুষ করে, তাদের লেখাপড়া শেখান। কিন্তু মহিলাদের এতদিন কোন সম্মান ছিল না। মমতা ব্যানার্জী এই সংসারের কারিগর। আগে না খেতে পেয়ে মানুষ মরত। মমতা ব্যানার্জী তাদের মুখে খাবার তুলে দিয়েছেন। স্কুলের ছেলেমেয়েদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। অভাবী মানুষের মেয়েদের বিয়ের জন্য রপশ্রী চালু করেছেন। বিয়ের সময় ২৫ হাজার টাকা পাবেন তাঁরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে অনুব্রতবাবু বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে ২০০০ মহিলা সামনে থাকবেন। তিনি বলেন, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার ভাল ছেলে। যদি ও কেন কাজ না করে আমাকে বলবেন, আমি বকে দেবো। তিনি বলেন, আউশগ্রামে অনেক বাড়ি তৈরি হয়নি এটা ঠিকই। পঞ্চায়েত ভোটের পর আরও ২৫০০ বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়ে যান অনুব্রতবাবু। জানিয়ে যান, উন্নয়নের বন্যা বইছে, টাকার কোনো অভাব নেই। কাজ না হলে বলবেন, তদন্ত হবে।