তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গরীব মানুষদের মশারি বিলির অনুষ্ঠান মঞ্চে বর্ধমানের গোলাপবাগ সাবপোস্টের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকেই সম্বর্ধনা দেওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে শুরু হয়েছে বিতর্ক। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ওই পুলিশ অফিসারকে অফিসিয়ালি শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বর্ধমানের খাগড়ামোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার গরীব মানুষদের মশারি বিলির আয়োজন করা হয়। ওই মশারি বিলির অনুষ্ঠানেই হাজির ছিলেন বিধায়ক খোকন দাস সহ এলাকার তৃণমূল নেতারা। আর সেই মঞ্চে পুলিশের পোশাকে হাজির হন বিশ্বনাথ পাইন। তৃণমূলের তরফে তাঁকে দেওয়া হয় সম্বর্ধনা। সেই ছবি ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়। বিজেপি বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায় বলেন, ‘এই অভিযোগই তো আমরা দীর্ঘদিন ধরে করছি। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আজ তা প্রমানিত হল। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট কাজেই পুলিশ যে তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে না তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে।’ এব্যাপারে জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার আরও একধাপ এগিয়ে গিয়ে সরাসরি পুলিশ মন্ত্রীর পদত্যাগই দাবী করেছেন। তিনি বলেছেন, ‘এই ঘটনা নতুন কিছু না হলেও পুলিশ যে তৃণমূলের হয়েই কাজ করে এই ঘটনা তা থেকেই প্রমাণিত।’ তিনি আরও বলেন, ‘পুলিশ তৃণমূল আর প্রশাসন সব একাকার হয়ে গেছে ২০১১ সালের পর থেকেই। বিধায়ক ওই ওসির কাছে নিজেদের ছেলেদের না ধরার যে কথা বলেছেন তাতে বিধায়কের বিরুদ্ধেই তো ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ বিধায়কের ওই ঘোষণার পরই এলাকার মানুষ সমস্বরে বিধায়কের বক্তব্যকে সমর্থন করেন।’
এদিকে, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সমালোচনায় মুখর হলেও তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস ওই পুলিশ ওসি সহ বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, ওই ওসি ডিউটিরত অবস্থায় গেছেন কিনা প্রশাসন দেখবে। যে কাজে গিয়েছিলেন সেটা সামাজিক কাজ। ডেঙ্গু প্রতিরোধে গরীব মানুষদের মশারি দেওয়া হচ্ছিল। সেই কাজ তো ভাল। তবে গোটা বিষয়টি প্রশাসন দেখবে। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে লোকজন নেই। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। ওদের কথার জবাব না দেওয়াই ভাল। ওদের কাজই সকাল থেকে তৃণমূলের সমালোচনা করা। বিধায়ক খোকন দাসের বক্তব্য সম্পর্কে প্রসেনজিত বলেছেন, বিধায়ক কি বলেছে সেটা তিনিই বলতে পারবেন। যেহেতু তিনি বিধায়ক জনপ্রতিনিধি, তাই কি বলতে হবে বা হবে না, তা তিনি ভালই জানেন।