আমরা কি মানুষ নই? প্রতিবার ভোটের আগে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গেছে। তাই এবার আর তা তাঁরা হতে দেবেন না। এবারে ভোট নিতে গেলে আগে রাস্তা করবে, তারপর ভোট দেব। সোমবার এভাবেই রীতিমত জেহাদ ঘোষণা করলেন বর্ধমানের বন্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দারা। এদিন সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা বর্ধমান-নবদ্বীপ রোড অবরোধ করেন আদিবাসী মানুষেরা।
বন্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দা রবিলাল হাঁসদা, রামু বেসরা প্রমুখরা জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনের আগেও তাঁরা এই রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। তখন তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় দ্রুত রাস্তা করে দেওয়া হবে বলে। তাঁরা সেই মিথ্যা প্রতিশ্রুতিতে ভোট বয়কট তুলে নিয়েছিলেন। কিন্তু এবার আর তা হবে না। রবিলাল হাঁসদা এদিন রীতিমত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন তাঁরা কি মানুষ নন। খালি তাঁদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কেন? তিনি জানিয়েছেন, বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এই রাস্তার নাকি টেন্ডার হয়ে গেছে। তা যদি সত্যি হয় তাহলে এখনও কেন রাস্তার কাজ হল না?
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজতেই বন্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দারা ফের সরব হয়েছেন তাঁদের এই গ্রামের রাস্তার জন্য। ইতিমধ্যেই তাঁরা গোটা এলাকায় রাস্তার দাবিতে পোস্টারও দিয়েছেন। এদিন বর্ধমান-নবদ্বীপ রোড অবরোধ করার পাশাপাশি তাঁরা হুঁশিয়ারিও দিয়েছেন, এরপর তাঁরা বন্ডুল মোড় নয়, খোদ বর্ধমান শহরের রাস্তা অচল করবেন। এদিকে, এদিন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন বর্ধমান ১-এর বিডিও মৃণালকান্তি বিশ্বাস এবং দেওয়ানদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।