পূর্ব বর্ধমান জেলায় ফের ডাইনি সন্দেহে এক আদিবাসী গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালনা থানার পিন্ডিরা গ্রামে। মৃতের নাম চিন্তামণি সোরেন(৩৮)। অভিযোগের তীর স্বামী সুশীল সোরেন সহ আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ স্বামীকে গ্রেফতার করলেও অনান্য আত্মীয়রা পলাতক।
পুলিশ সূত্রে খবর, রবিবার ডাইনি সন্দেহে আত্মীয়দের সাথে নিয়ে নিজের স্ত্রী চিন্তামণি সোরেনকে মারার পরিকল্পনা করে স্বামী সুশীল সোরেন। সেই মত আত্মীয়দের সাথে নিয়ে স্ত্রীকে জোর করে মদ খাওয়ায় সুশীল। তারপর চলে তাঁর উপর অত্যাচার। দুই কন্যার সামনেই পিটিয়ে খুন করা হয় চিন্তামণিকে। পরে কালনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা হাসপাতাকে পাঠায়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্বামী সুশীল সোরেনকে গ্রেফতার করেছে। অনান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?