ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস। ছাত্রদের অভিযোগ, ভোটের জন্য তৃতীয় বর্ষের পরীক্ষা মার্চ মাসে হবে বলে নোটিশ জারি করা হয়েছে। নির্বাচনের জন্য পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। ছাত্রদের দাবি, দ্বিতীয় বর্ষের পরীক্ষা একমাস দেরিতে হয়েছে। মার্চে পরীক্ষা হলে তিন মাসের কম সময়ে অনেককে পরীক্ষা দিতে হবে।

মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে পোষ্টার সহ মিছিল করে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হয়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার দাবি জানিয়ে তারা বিক্ষোভে সামিল হয়। তাছাড়া তাদের অভিযোগ প্রথম এবং দ্বিতীয় বর্ষের ব্যাক ক্যান্ডিডেটদের উত্তর পত্রের সঠিক মূল্যায়ন হয়নি। সেই রেজাল্ট পুনর্বিবেচনার দাবি তোলে পড়ুয়ারা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় পড়ুয়ারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানিয়েছেন, ‘ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেরীতে পরীক্ষা হলে জন্য উচ্চতর বিভিন্ন পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের নির্দেশমতো সময়ে পরীক্ষা হলে সেই সমস্যা মিটে যাবে।


Like Us On Facebook