প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে বর্ধমান অনাময় হাসপাতালে চালু হল লেবেল-টু ট্রমা কেয়ার সেন্টার। সোমবার দক্ষিণ ২৪ পরগণার পৈলান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার এই ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন অনাময় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের ফলক উন্মোচন করেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুকুমার বসাক। হাজির ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ, ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা এবং মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডা. প্রণব রায় প্রমুখ।

এদিন ডা. সুকুমার বসাক জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আর্থিক সাহায্যে মোট ২০ বেডের এই ২৪ ঘন্টার ট্রমা কেয়ার সেন্টার চালু করা হল। আগামী দিনে এই ট্রমা কেয়ার সেন্টারকে লেবেল ওয়ান সেন্টার হিসাবে স্বীকৃতি লাভের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, সার্জারি, অ্যানাসথেসিয়া এবং অর্থোপেডিকের ৩টি ইউনিটিই থাকছে। প্রয়োজনে ডাকামাত্র হাজির হবেন নিউরো সার্জারির ইউনিট। ট্রমা কেয়ার সেন্টারের জন্য ১০ জন ডাক্তারদের নিয়ে একটি টিম গড়া হয়েছে। থাকছেন ১৯ জন নার্সিং স্টাফ, ২৫ জন সাফাই কর্মী এবং ২৪ জন নিরাপত্তরক্ষী। খুব শীঘ্রই নিয়ে আসা হচ্ছে পোর্টেবল ভেন্টিলেটর এবং সি-এক্সরে মেশিন। উদ্বোধনের দিনই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯ জন রোগীকে নিয়ে আসা হয়েছে এই ট্রমা কেয়ার সেন্টারে।

প্রসঙ্গত ডেপুটি সুপার জানিয়েছেন, গড়ে প্রতিদিনে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী ভর্তি হন। যাদের মধ্যে গড়ে প্রায় ৪০ জন ট্রমায় আক্রান্ত। তিনি জানিয়েছেন, বর্ধমানের এই ট্রমা কেয়ার সেন্টার জাতীয় সড়কের হুগলীর গুড়াপ থেকে গলসি পর্যন্ত দুর্ঘটনায় জখমদের এখানে নিয়ে আসা হবে। তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় প্রথম এই ট্রমা কেয়ার সেন্টার চালু হল।




Like Us On Facebook