বর্ধমানের তালিত ও খানা জংশন স্টেশনের মাঝে ৪টে ৪৭ মিনিট নাগাদ বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তারে জড়িয়ে যায়। সেই তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে বর্ধমানে ট্রেন চলাচল বিপর্যস্ত হয় পড়ে। রেল সূত্রে জানা গেছে, এই ঘটনার পর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫টা ২১ মিনিট নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও আপ লাইন এখনও বন্ধ। বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, মেরামতির কাজ চলছে জোর কদমে।

বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার বহু মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি। আটকে পড়েছে লোকাল ট্রেনও। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে আপ সরাইঘাট, তালিতে আপ গুয়াহাটি এক্সপ্রেস ও আপ হাওড়া মালদাটাউন ইন্টারসিটি দাঁড়িয়ে পড়েছে গাংপুরে। আপ আসানসোল লোকাল দাঁড়িয়ে আছে তালিতে। আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারও আটকে পড়েছে তালিতে। আপ সাহেবগঞ্জ এখনো বর্ধমান স্টেশন থেকে ছাড়তে পারে নি। আপ শিয়ালদা নয়াদিল্লী রাজধানী দাঁড়িয়ে আছে মশাগ্রাম স্টেশনে।

Like Us On Facebook