বর্ধমানের শক্তিগড় স্টেশন এলাকাতেই মূলত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শুক্রবার সকাল প্রায় সাড়ে ৫টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ হয়ে গেল রেল পরিষেবা। এই ঘটনায় চুড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে। বর্ধমান-হাওড়া কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময়ে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারে নি। একই অবস্থা হয় বর্ধমান রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখায়। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায়। আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেসও।
রেলের নিত্যযাত্রী শুভাশীষ কুমার জানিয়েছেন, রেলের তরফে এই ঘটনায় আগাম কোন ঘোষণা না থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। বিশেষত, নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হন। বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এদিন সকাল প্রায় ৫ টা ৩৩ মিনিট থেকে ৭ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দেরিতে হলেও সব ট্রেনকেই চালানো হয়েছে। কোন ট্রেন বাতিল হয়নি বলে তিনি জানিয়েছেন।