আগামী সোমবার থেকে ভারী এবং নির্দিষ্ট কিছু যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে বর্ধমান স্টেশন সংলগ্ন পুরানো রেলওয়ে ওভারব্রিজের উপর। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হল। রেল সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর পুরানো এই রেলওয়ে ওভারব্রিজের নীচ থেকে একটি বড় চাঁই খসে পড়ে ব্রিজের তলা দিয়ে যাওয়া ২৫ হাজার ভোল্টের রেলের বিদ্যুতবাহী তারের ওপর। তারপরই দ্রুততার সঙ্গে ভগ্নপ্রায় ওই ব্রিজ বন্ধ করে দেওয়ার জন্য রেলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়। কিন্তু এব্যাপারে ব্যাপকহারে জনসাধারণের মধ্যে প্রচারের আগেই বৃহস্পতিবার এই পুরনো ওভারব্রিজের দুই প্রান্তে হাইটবার লাগিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকেই বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এদিকে, বৃহস্পতিবার এই ঘটনার পরই তড়িঘড়ি জেলাশাসক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন জেলা প্রশাসনের সমস্ত দফতরের আধিকারিক থেকে রেলের প্রতিনিধিরাও। জেলাশাসক জানিয়েছেন, নতুন রেলওয়ে ওভারব্রিজের কাজ সম্পূর্ণ। সামান্য কিছু ট্রাফিক সিগন্যালের কাজ বাকি রয়েছে। এখন কেবলই উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। দ্রুত ওভারব্রিজের উদ্বোধন করার বিষয়ে রাজ্য সরকারের কাছে জানানোও হয়েছে। এখন রাজ্য সরকারের ওপর নির্ভর করছে কবে নতুন ব্রিজ উদ্বোধন করা হবে। যদিও জানা গেছে, রেল কর্তৃপক্ষ চাইছেন কেন্দ্রের কোন মন্ত্রীকে দিয়েই এই ওভারব্রিজের উদ্বোধন করাতে। অন্যদিকে রাজ্য সরকারের ইচ্ছা এর উদ্বোধন রাজ্য সরকারের তরফেই করা হবে।

এদিন জেলাশাসক জানিয়েছেন, পুরনো রেল ওভার ব্রিজের অবস্থা যথেষ্ট খারাপ, যে যেকোন মূহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত এই ব্রিজ বন্ধ করতে হবে। পাশাপাশি যাতে যানবাহন চলাচল বা সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সেজন্য অস্থায়ীভাবে বাজেপ্রতাপপুর চারখাম্বার কাছে একটি বাসস্ট্যাণ্ড তৈরি করা হচ্ছে। সেখানেই কাটোয়া এবং কালনা থেকে আসা বাসগুলি দাঁড়াবে এবং যাবে। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা দিন পনেরো এই অস্থায়ী বাসস্ট্যাণ্ড চালানো হবে। তারমধ্যেই নতুন ব্রিজের উদ্বোধন হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। একইসঙ্গে মালবাহী গাড়িগুলিকে কাটোয়ার দিক থেকে পালিতপুরের মধ্যে দিয়ে পাঠানো হবে এবং কালনা রোডের মালবাহী গাড়িগুলিকে আটাগড় দিয়ে জিটিরোডে পাঠানো হবে।

এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরনো এই ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। ছোট যানবাহন এবং স্কুল বাসগুলিকে নিয়ন্ত্রিতভাবে সাবধানতার সঙ্গে এই পুরানো ব্রিজ দিয়ে পার করানো হবে। আপাতত নতুন ব্রিজ উদ্বোধন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। একইসঙ্গে ব্রিজের পরিস্থিতি সম্পর্কে শুক্রবার থেকেই ব্যাপক হারে মাইকে প্রচার চালানোর কাজ শুরু হচ্ছে। বিকল্প অস্থায়ী এই ব্যবস্থাগুলিকে আগামী দুদিনের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পূর্ত দফতর সহ অন্যান্য দফতরগুলিকে।

Like Us On Facebook