চলছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ তারই মধ্যে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে মঙ্গলবার ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পাল্লারোড-বড়শুল রাস্তায়। এতদিন শুধু হেলমেট বা সিট বেল্ট পরার জন্য সচেতন করতাম আমরা, এইবার গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্স আছে কিনা তা জানতে চাওয়া হল চালকদের কাছে, লাইসেন্স না থাকলে তৎক্ষণাৎ অনলাইনে লাইসেন্সের আবেদন করে দেওয়া হল যাতে ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি নিয়ম পেরিয়ে লাইসেন্স হাতে পেতে পারেন গাড়ি চালকরা।
মেমারি থানার আধিকারিকের হাত দিয়ে অনলাইন আবেদনের প্রাপ্তি স্বীকারপত্র তুলে দেওয়া হল বাইক বা চার চাকার চালকদের হাতে। অনেক সময় দেখা যায় গাড়ি চালাতে জানলেও নানা কারণে ড্রাইভিং লাইসেন্স করান না অনেকে, যাতে নিয়ম মেনে সকলে গাড়ি চালায় প্রয়োজনীয় কাগজপত্র সহ তাই এই উদ্যোগ, এদিন মোট ৫৭ জন চালক এই শিবির থেকে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন আবেদন করেন।