দুর্ঘটনা রোধ করতে ২ নম্বর জাতীয় সড়কে কড়া নজরদারি শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুদবুদ থানার তিলডাং মোড়ে নতুন ট্রাফিক অ্যাসিস্ট্যান্স বুথের উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনার অফ পুলিশ হেডকোয়াটার অংশুমান সাহা, কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, বুদবুদ থানার ওসি, এবং বুদবুদ থানার ট্রাফিক ওসি সহ পুলিশ আধিকারিকরা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছেন, নতুন ট্রাফিক অ্যাসিস্ট্যান্স বুথের উদ্বোধন হওয়ার ফলে সড়ক দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। জাতীয় সড়কের আশেপাশের গ্রামগুলির সাধারণ মানুষেরা জাতীয় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। এই ট্রাফিক বুথের উদ্বোধন হওয়ায় সেই বিষয়গুলি নজরে রাখার জন্য আরও অনেক সুবিধা হবে ট্রাফিক পুলিশ কর্মীদের। এদিন তিনি সকলকে সাবধানে এবং সচেতন ভাবে গাড়ি চালানোর জন্য আবেদন করেন। এদিন ট্রাফিক অফিস উদ্বোধন করার পাশাপাশি অফিস চত্বরে বেশ কয়েকটি বৃক্ষ রোপণ করেন পুলিশ আধিকারিকরা।