.
বর্ধমান স্টেশন সংলগ্ন নতুন রেলওয়ে ওভারব্রিজের উপর উল্টে গেল ধান বোঝাই ট্র্যাক্টর। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে। জানা গেছে, ধান বোঝাই ট্র্যাক্টরটি বাজেপ্রতাপপুরের দিক থেকে আসছিল। রেলওয়ে ওভারব্রিজের উপর ট্র্যাক্টরটি মেহেদিবাগানের দিকে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেতুর উপর ছড়িয়ে পড়ে ধান ও ধানের বস্তা। অল্পের জন্য ট্র্যাক্টরটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত ক্রেন দিয়ে ট্রাক্টরটি তোলার ব্যবস্থা করে। তবে দুর্ঘটনায় কেউ জখম হয়নি।
Like Us On Facebook