ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে বালির গাড়ির ধাক্কায় মৃত ১ আহত ১। ভাতাড় থানার কাঁচগোড় এলাকার ঘটনা। মৃতার নাম মোহনা খাতুন (৮)। বাড়ি ভাতাড়ের রামনগর গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উৎসবের দিন সাজগোজ করার জন্য মোহনা খাতুন ও তার জেঠতুতো দিদি বর্ষা খাতুন পাশের গ্রাম কাঁচগোড় যাচ্ছিল কেনাকাটা করতে। সাইকেল চালাচ্ছিল দিদি বর্ষা খাতুন পিছনে বসেছিল মোহনা খাতুন। তারা যাচ্ছিল ভাতাড়-সামন্তী রোড ধরে। হঠাৎ করে পিছন দিক থেকে একটি দ্রুতগতিতে আসা বালি বোঝাই ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা মারে। দিদি বর্ষা খাতুন সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায় কিন্তু মোহনা খাতুন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বর্ষা খাতুনের চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাতাড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক ও ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। ঈদের প্রাক্কালে রামনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?