অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির ৩ নং পিটের খনি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হলে শ্রমিক মহলে আতঙ্ক ছড়ায়। ইসিএল কর্তৃপক্ষ এই খবরে তড়িঘড়ি খনিগর্ভে কাজ করা শ্রমিকদের উপরে তুলে গ্যাস লিক বন্ধ করতে প্রশিক্ষণ প্রাপ্ত বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেয়। জানা গেছে বুধবার সন্ধ্যা থেকেই খনি গহ্বরে শ্রমিকরা কাজ করার সময় বিষাক্ত গ্যাসের গন্ধ পায়। ইসিএলের আধিকারিকরা এই খবর জেনে বুধবারই শ্রমিকদের খনি গহ্বর থেকে তুলে নেয়। বৃহস্পতিবার অবস্থার কোন উন্নতি না হওয়ায় ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের খনি গহ্বরে না নামার নোটিশ দিয়ে গ্যাস লিক বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেয়। বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার মনোজ কুমার বলেন, আসানসোল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস বিপর্যয় মোকাবিলা দল এসে খনি গহ্বরে গ্যাস লিক করার স্থানটি সীল করার পরই খনিতে শ্রমিক নামানো হবে।
Like Us On Facebook