আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির মেলেকোলার রেল ব্রীজে জাতীয় সড়কে পর্যটকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় বাসে থাকা ৩৬ জন যাত্রীর মধ্যে ৮ জন আহত যাত্রীকে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাসটির চালক জানান, শনিবার রাতে একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। যাত্রীরা জানান যে তাঁরা চেন্নাই থেকে তীর্থ করতে এসেছিলেন। একসঙ্গে ৩২টি বাস ও ছোটো গাড়ি নিয়ে তাঁরা বেরিয়েছিলন। তাঁরা গয়া যাচ্ছিলেন। তাঁদের এই কনভয়ের সঙ্গে মেডিকেল ভ্যানও ছিল। তবে তাঁরা পুলিশের সহোযোগিতায় খুব খুশি। দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাসটি চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। পরে বাসটি এবং যাত্রীদের গন্তব্যের উদেশ্যে রওনা করে দেয়।

Like Us On Facebook