মেয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বেড়মোড়ের কাছে। মৃত ব্যক্তির নাম সুশান্ত মিত্র(৬০)। বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার মঙ্গলপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দাস থানার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা সুশান্ত মিত্র শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বর্ধমানের নতুনগঞ্জ এলাকায় তাঁর মেয়ের বাড়ি যাচ্ছিলেন। বর্ধমানের তেলিপুকুরে বাস থেকে নেমে তিনি নতুনগঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোয় চাপেন। টোটোটি তেলিপুকুর থেকে কিছুটা এগিয়ে বেড়মোড়ের কাছে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। গুরুতর জখম হন সুশান্তবাবু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Like Us On Facebook