বুধবার বর্ধমান শহরে টোটো ইউনিয়নদের ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এদিন শহরের কয়েকটি এলাকায় টোটো চলাচল না করলেও শহরের বেশ কয়েকটি এলাকাতে দিব্যি টোটো চলল। কয়েকটি জায়গায় ধর্মঘটীরা ধর্মঘটের পক্ষে না গিয়ে টোটো চালানোর দায়ে টোটো আটকানোরও চেষ্টা করল। উল্লেখ্য, টোটো চালকদের ওপর পুলিশী জুলুম ও অত্যাচার, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো, টোটো ভাঙচুর প্রভৃতি অভিযোগে বুধবার মহা মিছিলের ডাক দেয় কয়েকটি সংগঠন। একইসঙ্গে এদিন টোটো ধর্মঘটও ডাকেন তাঁরা। মঙ্গলবার এব্যাপারে শহর জুড়ে প্রচারও চালানো হয়। উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান হাসপাতাল চত্বরে টোটো চালকদের সঙ্গে এলাকার ব্যবসাদারদের সংঘর্ষ বাধে। এদিন ধর্মঘটের কারণে হাসপাতাল চত্বরে টোটো চলাচল না করায় যাত্রীদের অসুবিধার মধ্যেও পড়তে হয়। অনেককেই বেশি টাকা দিয়ে রিক্সায় যাতায়াত করতে হয়। যদিও ধর্মঘটীদের পক্ষ থেকে বনধ সফল বলে দাবী করা হয়েছে।

Like Us On Facebook