বুধবার বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের কাজীরহাটের ঝোপ থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলল। মৃতের নাম বাদশা সেখ। বাড়ি বর্ধমানের দুবরাজদীঘির ডাঙ্গা পাড়ায়। বেশ কয়েক মাস আগে লোন নিয়ে বাদশা একটি টোটো কেনে।

মঙ্গলবার প্রতিদিনের মতই টোটো নিয়ে সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হয়। তারপর রাতে বাড়ি না ফেরায় বুধবার পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল সাইটে মৃতের ছবি দেখে বৃহস্পতিবার বাদশার পরিবার বর্ধমান থানায় যায়। এরপর মর্গে গিয়ে মৃতের জামা কাপড় দেখে সনাক্ত করে পরিবার। মৃতের দিদির দাবি টোটো চুরি করার জন্যই বাদশাকে খুন করা হয়েছে।

Like Us On Facebook