কালীপুজোর পর বর্ধমান শহরের যানজটের মোকাবিলায় এবার একাধিক নিষেধাজ্ঞা জারি করতে চলেছে জেলা পুলিশ। বর্ধমান শহরে বিশেষ করে বিসি রোড, খোসবাগান, তেঁতুলতলা বাজার এলাকা, বড়বাজার প্রভৃতি এলাকায় যানজটের জেরে সাধারণ পথচলতি মানুষের নাভিশ্বাস উঠছে। যানজটের ক্ষেত্রে যথেচ্ছ টোটো চলাচলকেই দায়ী করছেন প্রশাসনিক কর্তারা। আর শহরকে যানজট মুক্ত করার জন্য এবার সরাসরি রাস্তায় নামলেন খোদ জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার, বর্ধমান থানার আইসি পিণ্টু সাহা, ট্রাফিক ওসি চিন্ময় ব্যনার্জী সহ পুলিশ কর্তাদের নিয়ে বিসিরোড, বড়বাজার, খোসবাগানের রাস্তা ঘুরে দেখেন। বর্ধমানের কার্জনগেটের সামনে নির্মিত হয়ে এখনও চালু না হওয়া ম্যাণ্ডেলা পার্কের নবনির্মিত পার্কিং জোনও ঘুরে দেখেন তিনি। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলির যানজটের মোকাবিলায় এদিন তিনি সমস্ত রাস্তা ঘুরে দেখেছেন। কোন্‌ কোন্‌ রাস্তাগুলিকে ওয়ানওয়ে করা যায়, কোথায় কোথায় পার্কিংজোন করা যায় সেগুলি খতিয়ে দেখেছেন। একইসঙ্গে ম্যাণ্ডেলা পার্কের পার্কিংজোনটি কত দ্রুত চালু করা যায় তা নিয়েও তাঁরা চিন্তা ভাবনা করছেন।

Like Us On Facebook