আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। সকাল সাড়ে দশটা থেকে মিলবে মার্কশিট। ওই সময় থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে, WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৮৮৮৮, ৫৪২৪২, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে।
যে সব ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলি হল,
www.wbresults.nic.in
www.exametc.com
www.knowyourresult.com
www.examresults.net/wb
www.schools9.com
www.jagranjosh.com
www.resultsout.com

Like Us On Facebook