.

পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্লাস্টিক তাই প্লাস্টিক সম্পর্কে সার্বিক সচেতনা গড়ে তুলতে এবং প্লাস্টিক বর্জনের আবেদন নিয়ে বৃহস্পতিবার ভারত সরকারের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বিভাগের ফিল্ড আউটরিচ ব্যুরোর পক্ষ থেকে বর্ধমানের হটুদেওয়ান সানসাইন শিশু মন্দিরে অনুষ্ঠিত হল এক বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল স্বচ্ছতা। প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে তাদের সামনে প্লাস্টিক ব্যবহারের অপকারিতার কথা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক জয়প্রসাদ গাঙ্গুলী, সানসাইন শিশুমন্দিরের অধ্যক্ষ চন্দ্রচূড় নাগ সহ অনান্য বিশিষ্টজনেরা।

Like Us On Facebook