ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে যখন কলেজে কলেজে শাসক ও বিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ছে তখন অন্ডাল ব্লকের খান্দরা কলেজের ছাত্রদের গান্ধীগিরি। ছাত্র সংসদ নির্বাচনে বিরোধী ছাত্ররা যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র তুলতে পারে এবং তাদের অভয় দিতে মঙ্গলবার কলেজের গেটে ‘বিরোধীরা সুস্বাগতম’ লেখা প্ল্যাকার্ড ও হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল খান্দরা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্যরা।
আগামী ২৭ জানুয়ারি খান্দরা কলেজে ছাত্র সংসদের নির্বাচন। কলেজে মোট ২৬ আসনে নির্বাচন হবে। টিএমসিপি খান্দরা কলেজে ক্ষমতায় রয়েছে। মঙ্গলবার খান্দরা কলেজের টিএমসিপি সদস্যদের হাতে গোলাপ ও অভয়বার্তা সহ বিরোধীদের মনোনয়নপত্র তুলতে আহ্বান জানানোকে এক রাজনৈতিক সৌজন্যতা বলে মনে করছেন স্থানীয় মানুষ। যদিও এদিন বিরোধী ছাত্র সংগঠনগুলির ছাত্ররা মনোনয়ন তুলতে কলেজে আসেনি।
সিপিএম বিধায়ক সন্তোষ দেব রায় এই প্রসঙ্গে বলেন, “একদিকে মারধর হুমকি চলছে, আর একদিকে গোলাপ দেওয়া। মানুষ সব দেখতে পাচ্ছে কলেজে কলেজে কি চলছে। ছাত্ররা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এটা তার অপকৌশল।”
“সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলা পরের দিন কলেজে বিরোধীদের গোলাপ দেওয়া – এটা তৃণমূলের দ্বিচারিতার এক নিদর্শন”, বলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অন্ডাল ব্লক টিএমসিপি সভাপতি পাপ্পু কুন্ডু বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,”বিরোধীদের অপপ্রচার বন্ধ করতে খান্দরা কলেজের টিএমসিপি সদস্যরা গোলাপ হাতে বিরোধী ছাত্রদের অভ্যর্থনা জানানোর উদ্যোগ নিয়েছে।”