গরুর গাড়ির ধাক্কায় মোটর বাইকের টুলবক্স ভাঙাকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলে খুন হলেন এক তৃণমূল সমর্থক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বেরুগ্রামে। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে। মৃত তৃণমূল সদস্যের নাম নূর ইসলাম শেখ ওরফে কালু শেখ।
মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাজারে বন্ধুদের সঙ্গে বসে ছিল নূর ইসলাম। সেইসময় হঠাৎই পাশের কুলুট গ্রামের এক তৃণমূল নেতা দলবল নিয়ে চড়াও হয় নূর ও তাঁর সঙ্গীদের উপর। রড, লাঠি নিয়ে অর্তকিতে হামলা হয়। ব্যাপক মারধর করা হয় নূর ইসলাম সহ তাঁর সঙ্গীদের। এই হামলায় চার জন জখম হয়। জখমদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাকীদের ছেড়ে দেওয়া হলেও নূর ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রাতে মৃত্যু হয় নূর ইসলামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝামেলার সূত্রপাত কয়েকদিন আগে। বেড়ুগ্রামের এক ব্যক্তির গরুগাড়ির ধাক্কায় কুলুট গ্রামের এক জনের মোটর বাইকের টুলবক্স ভেঙে যায়। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার হামলা হয় নূর ইসলামের উপর। মৃতের পরিবারের পক্ষ থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।