.
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনা হতেই প্রচারে ঝড় তুলতে মিছিল, মিটিং ও দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডা. মমতাজ সংঘমিতা ও বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মন্ডলের সমর্থনে বর্ধমান শহর ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে মিছিলে পা মেলান তৃণমূল কর্মী-সমর্থকরা। এছাড়াও রায়না, খন্ডঘোষ, মেমারি, জামালপুর, কালনা, কাটোয়া, ভাতাড় ও গলসিতেও প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও মিছিল আয়োজিত হয়।
Like Us On Facebook