.
রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় একাধিক ইস্যুর পাশাপাশি স্ব স্ব ক্ষেত্রে দলীয় নেতারা দলীয় ইস্যুতেও একাধিক কর্মসূচি পালন করে চলেছেন। সম্প্রতি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে একই দিনে একই সময়ে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস বাইক মিছিল করেছে। আর এবার হিন্দিভাষী ভোটারদের নিজেদের অনুকূলে টানতে একই ইস্যুতে পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন হচ্ছে বর্ধমানে। বৃহস্পতিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে হিন্দি ভাষী ভোটারদের জন্য একটি সভার আয়োজন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলার খোকন দাস। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, সদ্য জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদ পাওয়া আইনুল হক প্রমুখ। উল্লেখ্য, কয়েকদিন আগেই বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় এই খোকন দাসকেই বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করার দাবিতে ব্যানার দেওয়া হয়। এদিকে, বৃহস্পতিবার যে ইস্যুতে এই সভার আয়োজন করা হয় সেই একই ইস্যুতে শুক্রবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সংস্কৃতি লোকমঞ্চেই সভার আয়োজন করেছে।