তৃণমূলের শহীদ দিবসে কলকাতায় সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষের ব্যাপক সমাগমের উদ্দেশ্যে বুধবার তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এক নির্দেশিকা জারি করা হল। এদিন বর্ধমানে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বিভিন্ন ব্লকের সংখ্যালঘু সেলের নতুন সভাপতির তালিকাও ঘোষণা করা হয়।

জেলায় সংখ্যালঘু দফতরকে মজবুত করতে বিভিন্ন ব্লকে সভাপতি বদল করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের সভাপতি সেলিম মোল্লা জেলা পরিষদের সদস্য নিরুল হাসান প্রমুখরা। নুরুলবাবু বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য সরকার নানা সুযোগ সুবিধা দিচ্ছে, তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছয় সে বিষয়ে নজর দিতে হবে।

Like Us On Facebook