নাসিং হোমের কর্মী এক পঞ্চায়েত সদস্যাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তৃনমূল কংগ্রেস নেতা প্রভাত চট্টোপাধ্যায়।

জানা গেছে, কাঁকসার এক পঞ্চায়েত সদস‍্যাকে পানাগড় রেলপাড় এলাকার একটি নার্সিং হোমে কর্তব্যরত চিকিৎসক না থাকার অভিযোগে মারধর করার অভিযোগ ওঠে। ওই পঞ্চায়েত সদস্যা ওই নাসিং হোমে নার্সের কজ করেন। দু’দিন আগে ওই নার্সিং হোমে দুই ব‍্যক্তি এক চিকিৎসকের খোঁজে এসে না পাওয়ায় মহিলা পঞ্চায়েত সদস্যা নার্সকে ব‍্যাপক মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ দায়ের হয় কাঁকসা থানায়। শুক্রবার কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় ডেপুটেশন দেয়।

Like Us On Facebook