লাগাতার চর্চা, ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডা. শর্মিলা সরকার। কীর্তি আজাদ ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটের ব্যবধানে পরাজিত করলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে। অন্যদিকে বর্ধমান পুর্বের তৃণমুল প্রার্থী ডা. শর্মিলা সরকার পরাজিত করলেন বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকারকে ১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটের ব্যবধানে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গোটা জেলা জুড়ে তেমন কোন অশান্তির খবর নেই। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সর্বত্র মোতায়েন করে রাখা হয়েছে। দু-একটি ছোটখাটো ভয় দেখানো, চমকানোর অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাঁরা হস্তক্ষেপ করেছেন।

গণনা শেষ হতেই দিলীপবাবু গণনাকেন্দ্র ছাড়েন। তাঁকে এই হারের বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কোন কথা না বলেই দ্রুততার সঙ্গে গাড়িতে উঠে চলে যান। অন্যদিকে, বর্ধমানের সাধনপুর এমবিসি ইনস্টিটিউশনে ভোট গণনা কেন্দ্রে তৃণমূলের হাতে পরাজিত বিজেপি প্রার্থী অসীম সরকারকে পেয়ে এদিন তৃণমূল কর্মী, নেতৃত্বরা তাঁর কাছে গান শোনাবার আবেদন করতে থাকেন। অসীম সরকার গান শোনান। অসীমবাবু এদিন জানিয়েছেন, তাঁর পরাজয়ের জন্য কারও বিরুদ্ধে কোন অভিযোগ তাঁর নেই। তিনি জনগণের রায় তিনি মাথা পেতে নিয়েছেন।

Like Us On Facebook