সাংসদ হয়ে আমার এলাকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য কাজ করাটা আমার কর্তব্য। বাঁকুড়ার উন্নয়নে আমি যে কর্তব্য পালন করেছি, আসানসোলেও আমি সেই কর্তব্য পালন করতে এসেছি। এই জন্য এখানকার জনগণের ভালোবাসা প্রয়োজন। মঙ্গলবার পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়া অফিস সংলগ্ন ময়দানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন সেন ২০১৪ সালে বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা আসনে মুনমুন সেনকে ফের দলীয় টিকিট দিয়েছেন। প্রার্থী তালিকা ঘোষণা হতেই মুনমুন সেন কালবিলম্ব না করে আসানসোলের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। মঙ্গলবার পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়া অফিস সংলগ্ন ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন জনসভা করেন। কিংবদন্তী চলচ্চিত্রাভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনকে দেখতে কানায় কানায় ভরে ওঠে মাঠ। কেউ সেলফি বা কেউ মুনমুনের জনসভা মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন। ২০১৪ সালে বাঁকুড়ায় প্রার্থী পদে দাঁড়িয়ে মুনমুন বেশ আড়ষ্ঠ ছিলেন। কিন্তু এদিন মুনমুন সেন গত পাঁচ বছরের সাংসদ তহবিলের টাকায় বাঁকুড়ায় কি কি কাজ করেছেন তা উপস্থিত মানুষজনের সামনে তুলে ধরেন। এদিন তাঁর বোঝানোর ভঙ্গিমা দেখে শিল্পাঞ্চলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আড়ষ্টতা ঝেড়ে মুনমুন সেন এখন রাজনৈতিক ভাবে অনেকটাই পরিণত।

মুনমুন সেন এদিন এলাকার মানুষের মন কাড়তে নিজস্ব ঢঙ্গে বলেন, ‘আমার সঙ্গে আমার স্বামী, মেয়ে, জামাই সকলেই আসবে এবার প্রচারে। মুনমুন এদিন জল্পনা উস্কে দিয়ে বলেন আমার দুই মেয়েও ভবিষ্যতে রাজনীতিতে আসবে।’ মুনমুন সেন এদিন ঘোষণা করে বলেন, ‘আপনাদের আশির্বাদ পেয়ে আমি সাংসদ হলে আপনাদের সুবিধার জন্য আসানসোলে একটি অফিস করবো। সেখানে আপানাদের এলাকার সমস্যা নিয়ে আসবেন, আমি সেই সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টা করবো।’ এদিন সিপিএম ও বিজেপি’র বেশ কিছু নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুনমুন সেন ও আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারি।




Like Us On Facebook