.
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন শনিবার অন্ডালে প্রচারে এসে দলীয় কর্মীদের ভোটের দিন সংযত থেকে ভোট পর্ব মেটানোর পরামর্শ দেন। মুনমুন সেন এদিন বলেন, ‘ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ওনারা আমাদের অতিথি। আমি আসানসোল লোকসভা কেন্দ্রের সমস্ত এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। এখানে গত পাঁচ বছরে কোন উন্নয়নের কাজ হয়নি। আমি এখানে কাজ করতে চাই বলে ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসেছি।’ জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের জনসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এক ঝলক দেখতে এদিন অন্ডালে চোখে পড়ার মতো জনসমাগম হয়।
Like Us On Facebook