দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রী ছুঁইছুঁই। তীব্র এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় নিজের নির্বাচনী প্রচার বন্ধ রেখে সোমবার দিনভর বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে মানুষের সেবায় নিয়োজিত থাকলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার।গরমের নানা রকম শারীরিক সমস্যা থেকে রোগীদের জটিল অনেক সমস্যার কথা শোনেন তিনি এবং তার প্রতিকারেরও পরামর্শ দেন একই সাথে উদ্যোক্তাদের তরফে বিনামূল্যে বেশকিছু ওষুধও সরবরাহ করা হয়।

বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়া সালাউদ্দিন সেখের পক্ষ থেকে পূর্বস্থলীর নিমদহ এলাকায় স্থানীয়দের কথা ভেবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকারকে চিকিৎসক হিসাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হলে সাদরে এই আহ্বানে সাড়া দেন শর্মিলা সরকার। শর্মিলা সরকার জানান, চিকিৎসক হিসাবে তাঁর প্রাথমিক কাজ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কারণ আমি আগে ডাক্তার পরে প্রার্থী তাই মানুষের সেবায় আগে যোগ দিয়েছি। এদিন এই শিবিরে শর্মিলা সরকার ছাড়াও আরও ৬ জন চিকিৎসক ছিলেন পরিষেবা প্রদানের জন্য। সাধারণ সমস্যা ছাড়া বেশ কয়েকজন মানসিক রোগী দেখেন শর্মিলা সরকার। শুধু তাই নয় সময় নিয়ে তাঁদের কাউন্সেলিং করেন তিনি।

Like Us On Facebook