রবিবার কুলটির বরাকরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের ব্লক কর্মী সম্মেলন। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন, দুর্গাপুরের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি, ডেপুটি মেয়র তবসসুম আরা সহ আসানসোল পুরনিগমের কাউন্সিলররা।
এদিনের এই কর্মী সম্মেলনে কুলটি ব্লক থেকে প্রায় দু’হাজার তৃণমূল কর্মী উপস্থিত হন। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, পঞ্চায়েত নির্বাচন আসন্ন। সকলে একজোট হয়ে কাজ করুন। নিজ নিজ এলাকায় সংগঠনকে মজবুত করে তুলুন। জনসংযোগ বাড়াতে এলাকার মানুষদের সময় দেওয়ারও পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি সকল নেতা কর্মীকে জানিয়ে দেন, দলের শৃঙ্খলা না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Like Us On Facebook