এলাকা দখলকে কেন্দ্র করে বর্ধমানের পালিতপুর গ্রামে বুধবার রাতে ব্যাপক সংঘর্ষ ঘটেছে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। সংঘর্ষে লাঠি ছাড়াও ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে বলে দু’পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটকও করেছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকটি হোটেল, মোটর বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। যদিও স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এই পালিতপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি বড় বড় কারখানা। সেই কারখানার দখলদারি কার হাতে থাকবে তা নিয়েই বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই চলছে বেশ কিছুদিন ধরেই। এদিন কলে জল নেওয়ার ঘটনাকে উপলক্ষ করে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বর্ধমান ও দেওয়ানদিঘি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। জানা গেছে, বুধবার অধিক রাত পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও আতংকের সৃষ্টি হয়েছে। কমবেশী প্রায় ১০জন জখম হয়েছেন। বিজেপি ও তৃণমূল উভয়েই একে উপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়।