দিলীপ ঘোষের রোড-শো ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রসিকপুর। বিজেপির অভিযোগ, তৃণমূলের পার্টী অফিস থেকে দিলীপ ঘোষকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় ও গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপরই বিজেপি তৃণমূল সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে। বচসা থেকে শুরু হয় সংঘর্ষ।এলাকায় একে অপরকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।

তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির রোড-শো থেকেই তৃণমূলের পার্টী অফিসে হামলা চালানো হয়। মারধর করা হয় কর্মীদের। বিজেপি অশান্তি পাকাতেই এই হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এই ঘটনায় তৃণমূল সমর্থকরা রসিকপুর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। প্রতিবাদে রসিকপুর মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত একটি মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় বর্ধমান শহরে। উভয় পক্ষের উত্তেজিত কর্মীদের লাঠি উচিয়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় যুক্ত বিজেপি কর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বর্ধমান থানা ঘেরাও করে তৃণমূল। এলাকার পরিস্থিতি থমথমে থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Like Us On Facebook