দলবদলের ফলে দাঁইহাট পৌরসভা সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে শাসকদল তৃণমূল। ১৪ আসন বিশিষ্ট দাঁইহাট পৌরসভার চার সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। সিপিএম থেকে ৪ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে দাঁইহাট পুরসভায় শাসক দলের কাউন্সিলর সংখ্যা দাড়ালো ৮। সিপিএমের ৫।
শুক্রবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে দলত্যাগী সিপিএম কাউন্সিলারদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বপন দেবনাথ, দেবু টুডু, উত্তম সেনগুপ্ত, উজ্বল প্রামানিক সহ অন্যন্যরা। মঙ্গলবার দাঁইহাট পৌরসভায় অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।
Like Us On Facebook