বর্ধমান হাওড়া রেলপথের শক্তিগড় রেলগেটে উড়ালপুল সহ শক্তগড় স্টেশনে যাত্রী সুবিধার্থে একগুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস। গত দুদশক ধরে লাগাতার শক্তিগড় রেলগেটে উড়ালপুলের দাবি জানানো হলেও তালিত ও মেমারি রেলগেটে উড়ালপুলের জন্য ছাড়পত্র মিলেছে। ছাড়পত্র পায় নি শক্তিগড়।
একবার রেলগেট পড়লে এক ঘন্টার বেশী গেট বন্ধ থাকে। প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। সমস্যায় পড়ে অফিস যাত্রীরাও। বারে বারে রেল কর্তৃপক্ষের কাছে চিঠিপত্র থেকে আবেদন নিবেদন করেও কোন সুরাহা হয় নি। মিলেছে শুধু শুকনো প্রতিশ্রুতি। তাই বুধবার শক্তিগড় স্টেশনের পাশে তৃণমূল কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় শক্তিগড়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু হয়। আর্দশ রেল স্টেশনের স্বীকৃতি পায় শক্তিগড়। এদিন ছ’দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল।