বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত মাছ কাটা বঁটিতে পড়ে গিয়ে গলার নলি কেটে মৃত্যু হল এক প্রতিবন্ধী ব্যক্তির। পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বাজারের ঘটনা। মৃতের নাম ময়নাল মন্ডল( ৪৫)। খন্ডঘোষ থানার লোধনা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রবিবার সকালে খন্ডঘোষ থানা সংলগ্ন বাজারে বাজার করতে যান ময়নাল মন্ডল। সেখানে মাছ কেনার সময় আচমকাই মাছ কাটা বঁটিতে পড়ে যান তিনি। বঁটিতে তাঁর গলার নলি কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খন্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook