রাইস মিলে চালের কাঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ৩ শ্রমিকের এবং আহত ২ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাঁকুড়া মোড়ের কাছে একটি রাইস মিলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া মোড়ের কাছে এসএ অ্যাগ্রো প্রোডাক্ট নামের একটি রাইস মিলে রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ যখন ৮-১০ জন শ্রমিক চালঘরে কাজে ব্যস্ত ছিলেন সেই সময় হঠাৎই চালের কাঁড়ি ভেঙে পড়ে। চাল এবং কংক্রীটে চাপা পড়েন ৫ জন শ্রমিক। রাইস মিলের অন্য কর্মীরা তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত ৩ শ্রমিকের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে। এই ঘটনায় মারা যান অরুণ বাউরী (২৩) পুরুলিয়া জেলার মানবাজার থানার বনমহড়া গ্রামের বাসিন্দা। অপর দুই মৃত শ্রমিকের নাম পাওয়া যায় নি। এই ঘটনায় আহতরা হলেন, অভিজিৎ বাগদী ও অক্ষয় বাউরী। অক্ষয়ের বাড়ি পুরুলিয়া জেলার মানবাজার থানার জবলা গ্রামে।