বর্ধমান শহর লাগোয়া সরাইটিকরের ভৈরবতলায় পর পর তিনটি দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। বুধবার রাতে একটি মুদিখানার দোকান ও দুটি চায়ের দোকানের দরজা ও জানালা ভেঙে দুষ্কৃতীরা লুট করে।
মুদিখানা দোকানের নগদ সাত হাজার টাকা ও জিনিসপত্র নিয়ে প্রায় হাজার দশেক টাকা এবং দুটি চায়ের দোকানে নগদ তিন হাজার টাকা ও মালপত্র নিয়ে প্রায় পাঁচ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি দোকানদারদের। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, রাতে প্রায়ই এলাকায় একদল সমাজবিরোধী মদ ও জুয়ার ঠেক বসাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook