.
শুক্রবার সগড়াই বাজারে পর পর কয়েকটি দোকানে আগুন লাগলে এলাকায় চাঞ্চাল্য ছড়ায়। আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই বাজারে পরপর একটি মনোহারী, একটি মুদিখানা ও একটি কাঠের দোকানে আগুন লাগে। স্থানীয় মানুষজন দমকলে খবর পাঠায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলবাহিনী আসার আগেই তিনটি দোকান পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তা কোন কাজে আসে নি।
Like Us On Facebook