আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ নিয়ামতপুরের কপিলেশ্বর মন্দিরের কাছের একটি নির্জন মাঠ থেকে অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। ধৃতদের নাম জিতেন্দ্র রাউত, তরুণ কুমার ও ভিকি পাশোয়ান। জিতেন্দ্র ও তরুণ আসানসোলের বাসিন্দা। ভিকি চিনাকুড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও দুটি ভোজালি উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা গাড়ি হাইজ্যাক, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য এদের নামে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
Like Us On Facebook