বর্ধমানে পর পর দুটি দোকানের মালিককে হুমকি ফোন ও দোকানে বোমা ছোড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা মেমারির দেবীপুরে থেকে এই কাজ চালাচ্ছিল বলে দাবি পুলিশের। সেখানে তাঁরা বোমা বাঁধারও কাজ চালাতো। তাঁদের কাছ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও তাঁদের কাছ থেকে নিষিদ্ধ তরল মাদক মিলেছে। দলে বিহারের এক দুষ্কৃতীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ১৯ আগস্ট রাতে বর্ধমানের খাগড়াগড় এলকায় একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের মালিককে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়। ওই রাতেই দোকানে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যদিও সেই বোমা ফাটেনি। এরপর শুক্রবার রাতে বর্ধমান টাউনহলের কাছে জিটি রোডের ওপর চিপ অ্যান্ড বেস্ট নামের বিরিয়ানির দোকানে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমায় রেস্তোরাঁর ছ’জন কর্মী জখম হন। বোমা ছোঁড়ার আগে-পরে দশ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন করা হয় বলে দাবি রেস্তোরাঁ মালিকের। ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে একই গ্যাং এই দুটি ঘটনায় জড়িত। এরপর রবিবার দুপুরে দু’টি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাইদুল সেখ, রবি সেখ, রাজেশ রায়। প্রথম দুজন মেমারির বাসিন্দা। রাজেশের বাড়ি বিহারের বেগুসরাইয়ে। সাইদুলই ঘটনার মূল চক্রী বলে পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Like Us On Facebook