বন্যার জল নামলেও চলতি বর্ষা মরশুমে সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার এবং সবরকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। মঙ্গলবার জেলা উন্নয়ন মনিটরিং কমিটির বৈঠকে বন্যা পরবর্তী ব্যবস্থা গ্রহণ ছাড়াও ধারাবাহিক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এদিন জেলাশাসক জানান, বৈঠকে সমস্ত বিধায়করা ছাড়াও জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সমস্ত দপ্তরের আধিকারিকরা হাজির ছিলেন। প্রতি মাসে রুটিন বৈঠক হলেও যেহেতু বর্ষা মরশুম চলছে এবং সম্প্রতি জামালপুর ও রায়না-২ ব্লকে বন্যায় ক্ষতি হয়েছে, তাই এদিন সমস্ত আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বর্ষা মরসুম শেষ না হওয়া পর্যন্ত যেন নজরদারিতে ঢিলে না হয়ে যায়।
Like Us On Facebook