আর্থিক কারণে বন্ধ হয়ে গেল বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভিটায় অনুষ্ঠিত ইতিহাস মেলা। আগামী ১৮ নভেম্বর বটুকেশ্বর দত্তের জন্মদিবস। বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে বটুকেশ্বর দত্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে গত ২০১০ সাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জীবনী নিয়ে ইতিহাস মেলা ও প্রদর্শনী। কিন্তু এবছরই সম্পূর্ণ আর্থিক কারণ দেখিয়ে ইতিহাস মেলা বন্ধের সিদ্ধান্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়।

বটুকেশ্বর দত্ত স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক মধুসূদন চন্দ জানিয়েছেন, ২০১০ সাল থেকেই বিপ্লবীর জীবন বৃত্তান্ত, স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীর ভূমিকা সহ বিভিন্ন ইতিহাসকে তুলে ধরতেই এই ইতিহাস মেলার আয়োজন করা হয়। ৩ দিনের এই ইতিহাস মেলায় কমবেশি প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচও হয়। পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান হন খণ্ডঘোষের বিডিও। বর্তমানে বিডিও হিসাবে নতুন দায়িত্বভার নিয়েছেন কমলকান্তি তলাপাত্র। ইতিহাস মেলা নিয়ে কমিটির বৈঠকেই বিডিও জানিয়েছেন, ইতিহাস মেলার জন্য সরকারি কোনো অর্থ নেই। ফলে বাধ্য হয়েই ৩ দিনের ইতিহাস মেলাকে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিবসে মূর্তিতে মাল্যদান বা শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হবে।

এব্যাপারে খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র জানিয়েছেন, ওই ইতিহাস মেলার জন্য প্রয়োজনীয় অর্থের কোন বরাদ্দ সরকারিভাবে নেই। তাই আর্থিক কারণেই বন্ধ করা হয়েছে এই ইতিহাস মেলা। যদিও তিনি জানিয়েছেন, ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে অর্থের আয়োজন করা হত। কিন্তু এবারে তা সম্ভব হয়নি। তাই মেলা বন্ধ করা হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, ওই দিন যথারীতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হবে।

Like Us On Facebook