গত কয়েকবছর ধরে কলকাতার ধাঁচে বর্ধমান শহরেও দুর্গা কার্নিভালের আয়োজন করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু নানান জটিলতায় এবারও আয়োজিত হচ্ছে না দুর্গা কার্নিভাল। যদিও গত বছরের মতই বর্ধমান শহরের কাঞ্চনগরে ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ১৮টি পুজো কমিটিকে নিয়ে সোমবার আয়োজিত হবে দুর্গা কার্নিভাল।
গত দু’বছর ধরে জেলা প্রশাসন কলকাতার মতো বর্ধমান শহরেও পুজো কার্নিভালের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। এবার পুজোর অনেক আগে থেকেই প্রশাসন পুজো কার্নিভাল আয়োজনের প্রস্তুতি শুরু করে। এব্যাপারে প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে একাধিক বৈঠক হলেও শেষমেশ এবারও আয়োজন করা গেল না দুর্গা কার্নিভাল। প্রশাসন উদ্যোক্তদের ঘারে দায় চাপালেও উদ্যোক্তরা জানিয়েছেন, মঙ্গলবার কলকাতায় হচ্ছে পুজো কার্নিভাল। তার আগে বর্ধমানে কার্নিভাল আয়োজনের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হওয়ায় এবারও আয়োজন করা গেলনা কার্নিভাল।
রেড রোডে দুর্গা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রার অনুকরণে প্রশাসন বর্ধমান শহরে দুর্গা কার্নিভালের উদ্যোগ নিয়েছিল। তাতে ঠিক হয় শহরের পুলিশ লাইন থেকে নবাবহাট পর্যন্ত বিসর্জনের শোভাযাত্রা আয়োজিত হবে। শহরের ২০টি বড় পুজো কমিটি এতে অংশ নেবে। প্রশাসনের এই উদ্যোগকে শহরবাসী সাধুবাদ জনিয়েছিলেন। বাসিন্দারা ভেবেছিলেন এবছর আর ঠাকুর বিসর্জন দেখতে এদিক ওদিক ঘুরতে হবে না। অন্তত এক জায়গায় বসেই এবার বর্ধমান শহরের বেশ কিছু বড় পুজো উদ্যোক্তাদের সুসজ্জিত শোভাযাত্রা, ট্যাবলো দেখতে পাবেন।