বর্ধামান শহরের বিসি রোডের একটি পোশাকের দোকান থেকে পোশাক চুরির অভিযোগে সেখানকার এক কর্মী সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম তপন ওঝা ও শেখ সুরজ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বসি রোডের একটি পোশাকের দোকান থেকে বিভিন্ন পোশাক চুরি যাচ্ছিল। চোরকে হাতেনাতে ধরার জন্য তৎপর ছিলেন দোকানের মালিক। শনিবার সন্ধ্যায় ওই দোকানের কর্মী তপন ওঝা তাঁর সঙ্গী সুরজকে পোশাক পাচার করার সময় তাঁদের হাতেনাতে ধরে ফেলেন দোকানের মালিক ও অন্য কর্মীরা। দোকান থেকে চুরি যাওয়া বেশকিছু পোশাক তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তুললে বিচারক ধৃতদের দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Like Us On Facebook