গত কয়েক মাসে পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান শহরে। বাড়ি ফাঁকা রেখে বাইরে গেলেই বাড়িতে হানা দিচ্ছে চোর৷ কখনও রেনেসাঁ টাউনসিপ তো কখনও বাবুরবাগ এলাকায়। এবার চোরেদের হানা সাধনপুরের সরকারি আবাসনে। আবাসনের তিনটি কোয়ার্টারে কেউ না থাকার সুযোগে তিনটি কোয়ার্টারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

গত কয়েক মাসে বর্ধমান শহরের একাধিক এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বর্ধমানের নবাবহাট এলাকার একটি টাউনশিপে বারবার চুরির ঘটনা ঘটছে। বাড়িতে না থাকার সুবাদে দুটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটে। এছাড়াও মাসখানেক আগে বাহিরসর্বমঙ্গলা এলাকায় একটি বাড়িতে কেউ না থাকার সুবাদে তালা ভেঙে চুরি হয়। শহরের বিভিন্ন জায়গাতেও একইভাবে চুরির ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরে চুরির ঘটনা বেড়ে গেছে। চুরির পর পুলিশ যাচ্ছে, থানায় অভিযোগও হচ্ছে কিন্তু চুরি যাওয়া জিনিষ উদ্ধার হচ্ছে না।

যদিও পুলিশ সুপার কামনাশীস সেন জানিয়েছেন, চুরি রুখতে শহরে আরোও ১৫০ টি সিসি ক্যামেরা লাগানো হবে। ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন টহলদারি ভ্যানের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে তেমনই বাইকে করেও টহল দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় নাকা চেকিং চলছে। বেশ কয়েকটি চুরির ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, কয়েকদিনের মধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপস নিয়ে আসা হচ্ছে তার মাধ্যমে বাড়িতে কেউ না থাকলে তা জানাবার ব্যবস্থা থাকবে।

Like Us On Facebook