অন্ডাল থানার বনবহাল গ্রামে ইসিএলের একটি বেসরকারি প্যাচের এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত শ্রমিকের নাম কালিয়া সিং(৩৫)। কালিয়া বনবহালের ওই বেসরকারি প্যাচে(R.R.E) কাজ করত। কালিয়ার পরিবারের অভিযোগ ইসিএলের ওই বেসরকারি প্যাচে শ্রমিক নিয়োগ থেকে শুরু করে প্যাচের যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন পান্ডবেশ্বরের এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতা কালিয়াকে বিনা কারণে প্যাচের কাজ থেকে বসিয়ে দেওয়ায় মানসিক অবসাদে কালিয়া অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল মারা যায় বলে অভিযোগ। মৃত কালিয়ার মা কুন্তি সিং-এর অভিযোগ কালিয়া ছিল পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর রোজগারেই তাঁদের সংসার চলত। কালিয়াকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় মানসিক অবসাদে অসুস্থ হয়ে পড়ে এবং বিনা চিকিৎসায় মারা যায়। কুন্তিদেবী ছাড়াও মৃত কালিয়ার পড়শিরা দোষীদের শাস্তির দাবিতে পুলিশের শরণাপন্ন হন। বনবহাল পুলিশ ফাঁড়িতে মৃত কালিয়ার মা কুন্তি সিং ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাঁরা বনবহালের ওই বেসরকারি প্যাচে বিক্ষোভ দেখান। এদিকে ওই অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন।