বর্ধমানের চৈত্রপুরে দামোদরের তীরে ছবি তোলাকে কেন্দ্র করে ছবি তুলতে আসা কয়েকজন যুবক-যুবতীর সঙ্গে গ্রামবাসীদের বিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা চড়ায়। পুলিশকে ঘিরে লাঠি উঁচিয়ে পুলিশকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ আজ সকালে চৈত্রপুর গ্রামে যাওয়ার রাস্তায় কয়েকজন যুবক যুবতী রাস্তা আটকে ছবি তুলছিল। সেই সময় কয়েকজন গ্রামবাসী সবজী নিয়ে ওই রাস্তা ধরে বাজারে যাচ্ছিলেন। তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলা নিয়ে বচসা বাধে।

অভিযোগ, এরপরই দলে থাকা দুইজন যুবক হঠাৎ করে ওই গ্রামবাসীদের উপর চড়াও হয়। এমনকি দু’জন গ্রামবাসীকে মারধর করে তাঁদের সবজি ফেলে দেওয়া হয় ও গাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এরপরই ওই গ্রামবাসীরা অন্যদের খবর দিলে তাঁরা এসে ক্ষতিপূরণের দাবিতে দু’জনকে স্থানীয় ক্লাবে আটকে রাখে। যদিও বাকিরা সবাই পালিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ প্রায়ই এই ধরণের ঘটনা এলাকায় ঘটে থাকে পুলিকে বললেও কোনো সুরাহা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ ওই দুই যুবক যুবতীকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকি উদ্ধার করে থানায় নিয়ে আসতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা। পরে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’জনকে আটক করেছে পুলিশ।

Like Us On Facebook